Admission Requirements

স্নাতক:

(১) এসএসসি ও এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মােট জিপিএ অন্যূন ৬.০০ থাকতে হবে।

(২) ‘ও’ লেভেল (O-Level) পরীক্ষায় ন্যূনতম পাঁচটি বিষয় (Subject) এবং ‘এ’ লেভেল (A-Level ) পরীক্ষায় ন্যূনতম দুটি বিষয় (Subject) অবশ্যই থাকতে হবে। উক্ত দুটি পরীক্ষায় অন্যূন সাতটি বিষয়ের মধ্যে চারটিতে | ‘বি’ গ্রেড বা জিপিএ ৪.০০ এবং বাকি তিনটি বিষয়ে ‘সি’ গ্রেড বা জিপিএ ৩.৫০ অবশ্যই থাকতে হবে।

(৩) মুক্তিযােদ্ধার সন্তানদের জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মােট জিপিএ ৫.০০ থাকতে হবে।

(৪) স্নাতক পর্যায়ে বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদভূক্ত প্রােগ্রাম/ কোর্সসমূহে এইচএসসি/ সমমান পরীক্ষায় কেবলমাত্র বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি করা যাবে। উক্ত প্রােগ্রাম/কোর্সসমূহে কলা, মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

(৫) GED পরীক্ষার প্রতিটি কোর্স অর্থাৎ পাঁচটি কোর্সেই পৃথকভাবে ৮০০ নম্বরের মধ্যে ৪১০ এবং গড়ে ৪৫০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী স্নাতক পর্যায়ে ভর্তির যােগ্য বিবেচিত হবে।

স্নাতকোত্তর:

(১) স্নাতকোত্তর প্রােগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্ষেত্রে উপরে বর্ণিত শিক্ষাগত যােগ্যতা থাকা সাপেক্ষে স্নাতক পর্যায়ে জিপিএ ন্যূনতম ২.০০ থাকতে হবে ।

(২) স্নাতকোত্তর পর্যায়ে বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদভূক্ত প্রােগ্রাম/কোর্সসমূহে এইচএসসি/ সমমান পরীক্ষায় কেবলমাত্র বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি করা যাবে। উক্ত প্রােগ্রাম/কোর্সসমূহে কলা, মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি করা যাবে না।